Category: Uncategorized

  • গৃহায়ন ও  গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ MOHPW Teletalk job circular

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ MOHPW Teletalk job circular

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত Ministry of Housing and Public Works

    Application Start: 20/08/2025, 10:00 AM
    Application Deadline: 20/09/2025, 05:00 PM

    পদসমূহ:

    পদের নাম:  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদ সংখ্যা:

    গ্রেড: ১৩

    বেতন স্কেল  ১১০০০-২৬৫৯০০/-

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস

    খ. সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের  এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২৫ ও  ইংরেজিত ৩০ শব্দ সম্পন্ন হতে হবে।

    পদের নাম:  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদ সংখ্যা:  ৪

    গ্রেড: ১৬

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

    খ. কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ রাইটিং এর গতি সহ

    অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

    ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি  https://mohpw.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

    Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০/০৮/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা

    Online এ আবেদনপত্র জমাদানের শেস তারিখ ও সময় ২০/০৯/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ টা।

    উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্ণীগণ Online  এ আবেদনপত্র  ‍ূsubmit  এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

    খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ x  প্রস্থ pixel)  ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x ৩০০ pixel)  নির্ধারিত স্থানে upload করবেন।

    গ. Online  এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাযক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit  করার পূর্বেই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

    ঘ. Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করবেন।

    Click here to Apply Online

    Application Start: 20/08/2025, 10:00 AM
    Application Deadline: 20/09/2025, 05:00 PM

    SMS প্রেরণর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

    Online  এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন Submit করা প্রার্থী একটি User ID,  ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy তে যদি কোন ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা / ঘোলা) বা ছবি/স্বাক্ষর না থাকে তাহলে পুনরায় আবেদন করতে হবে। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য না। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অব্যশই Applicant’s Copy তে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি , নির্ভুল তথ্য ও স্বাকর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy  ডাউনলোড পূল্বক রঙ্গিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s  কপিতে একটি User ID  নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন  Tele talk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে অনধিক ৭২ ঘন্টার  মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন।   ১ – ২ ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- ( বারো ) টাকা সহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা জমা দিতে হবে ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য ) ৬/- টাকা সহ সর্বমোট ৫৬/- ( ছাপান্ন) টাকা জমা দিতে হবে। ।  তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেতে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূর্ণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পযন্ত online  এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

    প্রথম SMS:  MOHPW <space>User ID লিখে Send  করতে হবে 16222 নম্বরে।

    Example:  MOHPW ABCDEF

    Reply: Applicant’s name Tk: XXX will be charged as application fee.

    Your PIN is XXXXXXXX To pay fee Type :  MOHPW <space> Yes < and send to 16222.

    দ্বিতীয় SMS: BPI <space> Yes < space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    Reply: Congratulation Applicant’s Name, Payment completed   success for  MOHPW Application for xxxxxxxxxxxx User ID is (xxxxxxxxxx) and password (xxxxxxxxx)

    MOHPW job circular download pdf

    সরকারি চাকুরি বিজ্ঞপ্তি

  • টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত TCB job circular  apply online TCB

    টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত TCB job circular apply online TCB

    আবেদন শুরুঃ ১২ মে ২০২৫

    আবেদনের শেষ তারিখঃ ২ জুন ২০২৫

    পদ সমূহ:

    ১. সহকারী পরিচালক-০৭টি

    ২.  কম্পিউটার অপারেটর-০২টি

    ০৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১ টি

    ০৪.  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৭টি

    ০৫.  অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০৩ টি

    ০৬.  গাড়ী চালক (ড্রাইভার)-০২টি

    পদসমূহের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো

    ১. পদের নাম: সহকারী পরিচালক

    পদ সংখ্যা: ০৭

    ২. পদের নাম:  কম্পিউটার অপারেটর

    পদ সংখ্যা:

    গ্রেড: ১৩

    বেতন স্কেল ১১০০০-২৬৬৯০/-

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং

    খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটি বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test  এ উত্তীর্ণ হতে হবে।

    পদের নাম:  সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

    পদ সংখ্যা: ০১

    গ্রেড: ১৩

    বেতন স্কেল ১১০০০-২৬৬৯০/-

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস

    খ. সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের  এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২৫ ও  ইংরেজিত ৩০ শব্দ সম্পন্ন হতে হবে।

    ৩. পদের নাম:  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদ সংখ্যা: ০৭

    গ্রেড: ১৪

    বেতন স্কেল  ১০২০০-২৪৬৮০/-

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস

    খ. সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের  এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২৫ ও  ইংরেজিত ৩০ শব্দ সম্পন্ন হতে হবে।

    গ. সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

    ৪. পদের নাম:  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদ সংখ্যা: ০৩

    গ্রেড: ১৬

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

    খ. কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ রাইটিং এর গতি সহ

    গ. বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বয়স শিথিল যোগ্য।

    apply online TCB

    govt job circular

    govt job circular

    অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

    ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি  http:/tcb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

    Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/০৫/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা

    Online এ আবেদনপত্র জমাদানের শেস তারিখ ও সময় ০২/০৬/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ টা।

    উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্ণীগণ Online  এ আবেদনপত্র  ‍ূsubmit  এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

    খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ x  প্রস্থ pixel)  ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x ৩০০ pixel)  নির্ধারিত স্থানে upload করবেন।

    গ. Online  এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাযক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit  করার পূর্বেই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

    ঘ. Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করবেন।

    SMS প্রেরণর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

    Online  এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন Submit করা প্রার্থী একটি User ID,  ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy তে যদি কোন ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা / ঘোলা) বা ছবি/স্বাক্ষর না থাকে তাহলে পুনরায় আবেদন করতে হবে। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য না। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অব্যশই Applicant’s Copy তে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি , নির্ভুল তথ্য ও স্বাকর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy  ডাউনলোড পূল্বক রঙ্গিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s  কপিতে একটি User ID  নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন  Tele talk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে অনধিক ৭২ ঘন্টার  মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন।  ০১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ২-৬ ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- ( বারো ) টাকা সহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেতে ১-৬ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য ) ৬/- টাকা সহ সর্বমোট ৫৬/- ( ছাপান্ন) টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূর্ণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পযন্ত online  এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

    টাকা পাঠানোর নিয়ম

    প্রথম SMS:   TCB <space>User ID লিখে Send  করতে হবে 16222 নম্বরে।

    Example:   TCB ABCDEF

    Reply: Applicant’s name Tk: XXX will be charged as application fee.

    Your PIN is XXXXXXXX To pay fee Type TCB <space> Yes < and send to 16222.

    দ্বিতীয় SMS: TCB <space> Yes < space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

    Reply: Congratulation Applicant’s Name, Payment completed  success for TCB, Application for xxxxxxxxxxxx User ID is (xxxxxxxxxx) and password (xxxxxxxxx)

    TCB job circular download pdf

  • ৩৬টি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত NEMEMW govt job circular NEMEMW apply online

    ৩৬টি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত NEMEMW govt job circular NEMEMW apply online

    আবেদন শুরু তারিখ: ১৩/০৫/২০২৫

    আবেদন এর শেষ তারিখ: ১২.০৬.২০২৫

    পদসমূহ:

    ১. কম্পিউটার অপারেটর

    ২. সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)

    ৩. সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স)

    ৪. সিনিয়র টেকনিশিয়ান (মেশিনিষ্ট)

    ৫. সিনিয়র টেকনিশিয়ান (পেইন্টার)

    ৬. পিএ টু চীফ টেকনিক্যাল ম্যানেজার ( সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর)

    ৭. পিএ টু টেকনিক্যাল ম্যানেজার ( সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)

    ৮. উচ্চমান সহকারী

    ৯. হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ

    ১০. স্টোর কিপার

    ১১. টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)

    ১২. টেকনিশিয়ান (রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং)

    ১৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    ১৪. ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর

    ১৫. অফিস সহায়ক

    NEMEMW apply online

    NEMEMW job circular download pdf

  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার নোটিশ job exam notice

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার নোটিশ job exam notice

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের শূণ্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ১০/০২/২০২৫ তারিখে ৬৬ নম্বর স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার নিম্নোক্ত তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে:

    পদের নাম:

    সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর,

    কম্পিউটার অপারেটর

    অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    যে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

  • ৩৩টি পদে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত govt job circular

    ৩৩টি পদে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত govt job circular

    govt job circular

    আবেদন শুরু তারিখ: ১৬ই এপ্রিল ২০২৫

    আবেদন শেষ তারিখ: ৩০ ই এপ্রিল ২০২৫

    আবেদন লিংক:

    পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদের সংখ্যা: ০৩

    গ্রেড-১৪

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

    ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্মাতক বা সমমানের সিজিপিএ-তে স্মাতক বা সমমানের ডিগ্রি।

    খ. কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

    গ. সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

    পদের নাম: ক্যাশিয়ার

    পদ সংখ্যা: ০১

    গ্রেড:  ১৪

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী এবং 

    কম্পিউটারের Word Processing  সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: লাইব্রেরি এসিসটেন্ট

    পদ সংখ্যা: ০১

    গ্রেড:  ১৫

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ

    কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স 

    এবং

    কম্পিউটারের Word Processing  সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায়  চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

    govt job circular

    govt job circular

    সম্পূর্ণ চাকরি বিজ্ঞপ্তি

  • এসএসসি পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

    এসএসসি পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

    প্রতিষ্ঠানের নাম:শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
    পদ সংখ্যা৬৫৮টি
    আবেদন শুরু তারিখ:২৬/১২/২০২৪
    আবেদনের শেষ তারিখ:২০/০১/২০২৫ সময় রাত ১১.৫৯ মিনিট
    আবেদনের লিংকhttp://eedmoe.teletalk.com.bd/
    মূল নিয়োগ বিজ্ঞপ্তিএখানে ক্লিক করুন

    পদের নাম:  হিসাবরক্ষক

    পদ সংখ্যা:০৭

    গ্রেড: ১১

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিড্রি:

    তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

    খ. কম্পিটারের MS Office  এ কাজ করার দক্ষতা।

    পদের নাম:  কম্পিউটার অপারেটর

    পদ সংখ্যা: ৮

    গ্রেড: ১৩ 

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং

    খ. সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসীল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

    পদের নাম:  উচ্চমান সহকারী

    পদ সংখ্যা: ০৩

    গ্রেড: ১৩

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

    মন্ত্রণালয়  বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে

    . কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়  হতে অন্যুন দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে বাসমমানের ডিগ্রি

    খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থকাতে হবে।

    গ. কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে।

    পদের নাম: ডাটা এন্টি/কন্ট্রোল অপারেটর

    পদ সংখ্যা: ৩০৮

    গ্রেড: ১৬

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক.  কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

    খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহং সংশ্লিষ্ট বিষয়ে  Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

    পদের নাম:  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদ সংখ্যা: ২০

    গ্রেড: ১৬

    শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

    ক. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

    খ. কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ রাইটিং এর গতি সহ

    পদের নাম: অফিস সহায়ক

    পদের সংখ্যা: ৩০৪

    গ্রেড: ২০

    কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

  • সেক্স ফেরোমন ফাঁদ

    ভূমিকা:

    সেক্স ফেরোমন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিকপদার্থ যা কোন প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। সেক্স ফেরোমনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার সহিত মিলিত হয়। স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত পদার্থের গন্ধটি কৃত্রিমভাবে তৈরি করে সেক্স ফেরোমন ফাঁদে ব্যবহার করা হয়। ফাঁদটি সহজ লভ্য ও সস্তা দ্রব্যাদি দিয়ে তৈরি অথচ পোকা ধরার জন্য অত্যন্ত কার্যকরী। কৃষকের নিকট এটি যাদুর ফাঁদ নামে পরিচিত।

    সেক্স ফেরোমন ফাঁদের সুবিধা:

    • এটি মানুষ বা পরিবেশের কোনরুপ ক্ষতি করে না
    • সেক্স ফেরোমন ব্যবহারে উৎপাদন খরচ অনেক কম হয়
    • ফসলের ক্ষতিকর পোকা কার্যকর ভাবে দমন হয়
    • বালাইনাশকের প্রতি পোকার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না
    • ফলন বৃদ্ধি পায়।

    ফেরোমন ফাঁদা স্থাপনের উদ্দেশ্য:

    • পোকার উপস্থিতি মনিটরিং বা পর্যবেক্ষণ করা
    • অধিক হারে পুরুষ পোকা আটকানো
    • পোকার প্রজনন কাজে বাঁধা সৃষ্টি করা।

    ফেরোমন ফাঁদ তৈরির উপকরণ:

    • সেক্স ফেরোমন টোপ (লিউর)
    • একটি প্লাষ্টিক বৈয়ম (ফাঁদ)
    • ফাঁদটি মাঠে স্থাপনের জন্য ১/২টি খুঁটি
    • গুড়া সাবান
    • পানি।

    ফেরোমন ফাঁদ তৈরি:

    ফেরোমন ফাঁদ তৈরির জন্য সাধারণত তিনটি উপাদান প্রয়োজন হয় যেমন-ফেরোমন টোপ, একটি ফাঁদ (বৈয়াম) এবং ফাঁদ স্থাপনের জন্য ১/২টি খুঁটি। এ ফাঁদে ২২ সেমি. লম্বা চার কোণাকৃতি বা গোলাকার একটি প্লাষ্টিকের পাত্র ব্যবহার করা  হয়। বৈয়ামের তলদেশে ৩/৪ সেমি. সাবান মিশ্রিত পানি রাখতে হবে এবং পানির ২/৩ সেমি. উপরে টোপ ঝুলিয়ে রাখতে হবে।

    প্রথমত প্রায় তিন লিটার পানি ধারণ ক্ষমতাযুক্ত ২২ সেমি. গোলকার বা চার কোণা বিশিষ্ট প্লাষ্টিকের পাত্র (বৈয়াম) এর উভয় পার্শ্বে পাত্রের নিচ বা তলা হতে ৪-৫ সেমি. উঁচুতে ত্রিভূজাকারে কেটে ফেলতে হবে। ত্রিভূজের নিচের বাহু সাধারণত ১০-১২ সেমি. এবং উচ্চতা ১১-১২ সেমি. হওয়া বাঞ্চণীয়।

    দ্বিতীয়ত সাবান মিশ্রিত পানি সব সময় পাত্রের তলা হতে উপরের দিকে কমপক্ষে ৩-৪ সেমি. পর্যন্ত রাখা আবশ্যক। পাত্রের ঢাকনার মাঝে কালো রং এর একটি ল্যুপ বসানো থাকে। ল্যুপের নিচের ছিদ্রে সরু তার বাঁধা হয়। তারের অপর মাথায় ফেরোমন সম্বলিত টিউব (লিউর) এমনভাবে বাঁধতে হবে যেন লিউরটি সাবান মিশ্রিত পানি হতে ২-৩ সেমি. উপরে থাকে। সতর্ক থাকতে হবে যেন পাত্রের তলায় রক্ষিত সাবান পানি শুকিয়ে না যায়। যত্নের সাথে ব্যবহার করলে একটি পাত্র (বৈয়াম) ২-৩ মৌসুম পর্যন্ত চলতে পারে।

    জমিতে ফেরোমন ফাঁদ স্থাপনের সময়:

    বেগুন ফসল: বেগুন ফসলের জমিতে সাধারণত চারা রোপণের ২/৩ সপ্তাহ পর হতেই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়। অতএর ফসলের এ পর্যায় হতেই ফাঁদ স্থাপন করা আবশ্যক। পোকা সফলভাবে দমন করার জন্য শেষবার ফসল সংগ্রহ করা পর্যন্ত ফেরোমন ফাঁদ জমিতে রাখতে হবে।

    কুমড়াজাতীয় ফসল: কুমড়া জাতীয় ফসলের কচি ফুল বা কচি ফলে মাছি পোকা আক্রমণ করে। তাই ফুল আসার সাথে সাথে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। কুমড়াজাতীয় সব্জির মাছি পোকা সফলভাবে দমন করার জন্য শেষবার ফসল সংগ্রহ করা পর্যন্ত ফেরোমন ফাঁদ জমিতে রাখতে হবে।

    কপিজাতীয় ফসল: চারা লাগানোর ১২-১৫ দিন পর হতে পোকার ফেরোমন ফাঁদ জমিতে স্থাপন করতে হবে। পোকা সফলভাবে দমন করার জন্য ফসল সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত ফেরোমন ফাঁদ জমিতে রাখতে হবে।

    ফেরোমন ফাঁদ স্থাপনের হার:

    ফসল ও পোকা ভেদে ভিন্ন

    ফেরোমন ফাঁদের নামএকর প্রতি সংখ্যাবিঘা প্রতি সংখ্যাফাঁদ থেকে ফাঁদের দূরত্ব
    বিএসএফবি৪০ টি১৩-১৪ টি১০ মি.
    কুমড়া জাতীয় সব্জির মাছি পোকার ফাঁদ৩২ টি১১ টি১২ মি.
    ফলের মাছি পোকার ফাঁদ৩২ টি১১ টি১২ মি.
    স্পোডোপ্টেরা পোকার ফাঁদ১৮ টি৬ টি২৫ মি.

    ফেরোমন ফাঁদ স্থাপন কৌশল:

    • প্লাষ্টিকের বৈয়ামের ত্রিকোণাকা কর্তিত অংশের মাঝ বরাবর তার ঝুলিয়ে দিয়ে ফেরোমন লিউর/টোপটি ঝুলিয়ে দিতে হবে
    • ফাঁদের কর্তিত অংশ উত্তর দিক বরাবর মূখ করে ঝুলাতে হবে
    • সব্জি ফসলে গাছের উচ্চতা বরাবর ফাঁ স্থাপন করতে হবে।

    ফেরোমন ফাঁদ ও টোপ পরিবর্তনের সময়:

    • সাবধানতা ও যত্নের সাথে ব্যবহার করলে একটি ফাঁদ ২-৩ মৌসুম পর্যন্ত ব্যবহার কর যায়
    • অতিরিক্ত বৃষ্টি, রোদ বা বাতাসে ফাঁদ নষ্ট হতে পারে, সে ক্ষেত্রে দেরী না করে জমিতে নতুন ফাঁদ স্থাপন করতে হবে।

    ফেরোমন ফাঁদ স্থাপনের পর করণীয়:

    • প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে
    • প্রতিদিন ফাঁদের পানি পরীক্ষা করে মরে থাকা পোকা ফাঁদের পানি থেকে আঙ্গুল/কাঠি দিয়ে সরিয়ে ফেলতে হবে
    • ৩/৪ দিন পর পর সাবান পানি পাল্টে দিতে হবে
    • সাবান পানির স্তর সর্বদাই ৩-৪ সেমি. রাখতে হবে
    • ফাঁটা বা ছিদ্রযুক্ত ফাঁদ পরিবর্তন করে নতুন ফাঁদ প্রতিস্থাপন করতে হবে
    • সব্জি ফসলের ক্ষেত্রে গাছের বৃদ্ধির সাথে সাধে ফাঁদটিকেও ক্রমান্বয়ে উপরের দিকে তুলতে হবে
    • নির্দিষ্ট সময় পর লিউর পরিবর্তন করতে হবে।

    ফেরেোমন ফাঁদ ব্যবহারের সতর্কতা:

    • বেগুন ও কপি জাতীয় ফসলের লিউর স্থাপনের সময় লিউরটির মুখ কোনভাবেই খোলা যাবে না
    • লিউর কোনভাবেই পানিতে ভিজানো যাবে না
    • প্যাকেট কাটার পর পরই লিউরটি ব্যবহার করতে হবে, কোন ক্রমেই পরবর্তী ব্যবহারের জন্য রাখা যাবে না
    • কুমড়া জাতীয় ফসলের লিউরের প্যাকেট ফ্রিজের নরমাল চেম্বারে এবং বেগুন ও কপি জাতীয় ফসলের লিউর ডিপ চেম্বারে রাখতে হবে।

    কামরুল আলম

    উপসহকারী কৃষি কর্মকর্তা।

  • ১০টি পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত । bcc job circular 2024

    ১০টি পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত । bcc job circular 2024

    প্রতিষ্ঠানের নাম:তথ্য ওযোগাযোগ প্রযুক্তি বিভাগ
    পদ সংখ্যা১০টি
    আবেদন শুরু তারিখ:
    আবেদনের শেষ তারিখ:১৪/১১/২০২৪ সময় রাত ১১.৫৯ মিনিট
    আবেদনের লিংকhttps://erecruitment.bcc.gov.bd/exam
    মূল নিয়োগ বিজ্ঞপ্তিএখানে ক্লিক করুন

    bcc job circular 2024

    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • ভূমি মন্ত্রণালয়ের ২৩৮ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

    ভূমি মন্ত্রণালয়ের ২৩৮ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

    প্রতিষ্ঠানের নাম:ভূমি মন্ত্রণালয়
    পদ সংখ্যা২৩৮টি
    আবেদন শুরু তারিখ:০৮ অক্টোবর ২০২৪ সময় সকাল ৯ ঘটিকা
    আবেদনের শেষ তারিখ:০৮ নভেম্বর ২০২৪ সময় বিকাল ৫ ঘটিকা
    আবেদনের লিংকhttp://ecs.teletalk.com.bd/
    মূল নিয়োগ বিজ্ঞপ্তিএখানে ক্লিক করুন

    পদের নাম: সার্ভেয়ার

    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগারি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ

    সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১৮ এপ্রিল ২০২৪ তারিখে জারিকৃত ইস্যু ৪০০ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোমধ্যে যারা এই পদে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

    গ্রেড-১৪