বেগুনের ক্ষতিকর পোকামাকড় ও রোগসমূহ

বেগুন সোলানেসি পরিবারের এক অন্যতম গুরুত্বপূর্ণ সবজি। এ দেশে বসতবাড়িতে ও বাণিজ্যিকভাবে বেগুনের চাষ করা হয়। এ দেশে সবজি চাষে আওতায় যে পরিমাণ জমি রয়েছে তার প্রায় শতকরা ১৫ ভাগ জমিতে বেগুন চাষ করা হয়। প্রায় সারা বছর এ দেশে বেগুন চাষ করা হয়। বেগুন ফসল উৎপাদনে বালাই  তথা পোকামাকড় ও রোগ অন্যতম প্রধান সমস্যা।

বেগুনের ক্ষতিরকর রোগসমূহ:

চারা ধ্বসা

শিকড় পচা

শিকড়ে গিট

ফল পচাঁ ও গোড়া পচাঁ

সারকোস্পোরা পাতায় দাগ

অল্টারনারিয়া পাতায় দাগ

ক্ষুদ্রে পাতা

আগাম ধ্বসা

ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া

ছত্রাকজনিত ঢলে পড়া

কান্ড পচা

মোজাইক

বেগুনের ক্ষতিকর পোকামাকড় গুলো:

ডগা ও ফল ছিদ্রকারী পোকা

কাঁটালে পোকা

ছাতরা পোকা

কাটুই পোকা

উরচুঙ্গা

বিছা পোকা

সাদা মাছি

জ্যাসিড বা  শ্যামা পোকা

পাতা মোড়ানো পোকা

এফিড বা জাব পোকা

পাতার বিটল

ঘোড়া পোকা

লেদা পোকা

থ্রিপস 

পাতা সুড়ঙ্গকারী পোকা

ক্ষুদ্র লাল মাকড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *