দুদক কনস্টেবল পদের পরীক্ষার ২০২৫ এর সমাধান। পরীক্ষার তারিখ: ৩১/১০/২০২৫
- নিচের কোন বানানটি শুদ্ধ?
| K. iƒcvqb | L. iƒcvqY | M. iæcvqb | N. iæcvqY | উত্তর: খ |
- ‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’ বাক্যে ‘পদ্ম পাতায়’ কোন কারক?
| ক. কর্মকারক | খ. করণ কারক | গ. অধিকরণ কারক | ঘ. অপাদান কারক | উত্তর: গ |
- ‘অর্বাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
| ক. করুণ | খ. প্রাচীন | গ. অচেনা | ঘ. নবীন | উত্তর: খ |
- ‘মহাশ্মাশান’ মহাকাব্যের রচয়িতা কে?
| ক. রবীন্দ্রনাথ ঠাকুর | খ. কাজী নজরুল ইসলাম | গ. মহাকবি আলাওল | ঘ. কায়কোবাদ | উত্তর: ঘ |
- ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
| ক. দুৎ +লোত | খ. দিব্ +লোক | গ. দুঃ + লোত | ঘ. দুরঃ + লোক | উত্তর: খ |
- ‘যিনি অধিক কথা বলেন না’ এককথায় কি হবে?
| ক. সংযত | খ. অল্পভাষী | গ. মিতভাষী | ঘ. সন্ন্যাসী | উত্তর: গ |
- কর্মধারয় সমাস কোন পদ প্রধান?
| ক. পূর্বপদ | খ. পরপদ | গ. উভয়পদ | ঘ. অন্যপদ | উত্তর: খ |
- শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কী?
| ক. আসন্ন বিপদ | খ. মহাবিপদ | গ. মাথায় বিপদ | ঘ. মাথা ব্যাথা | উত্তর: ক |
- ‘বেসাত’ শব্দের প্রকৃত অর্থ কী?
| ক. পোষাক | খ. সাজসজ্জ | গ. কেনাবেচা | ঘ. উপকরণ | উত্তর: গ |
- ‘দর্শন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
| ক. দৃশ + অন | খ. দশ + অন | গ. দৃ + শন | ঘ. দৃশ+ শন | উত্তর: ক |
- Masculine gender of `Bee’ is-
| ক. Die | খ. Rae | গ. Drone | ঘ. None of these | উত্তর: গ |
- The price of rice is-
| ক. Raising | খ. Rising | গ. Risen | ঘ. raise | উত্তর: খ |
- He has been absent —- last.
| ক. Since Friday | খ. By Friday | গ. from Friday | ঘ. For friday | উত্তর: ক |
- `Had you taken lunch?’ – Which is the correct passive form of this sentence?
| ক. Had Lunch taken by you? | খ. Had lunch been taken by you? | গ. Had lunch taken you? | ঘ. Had lunch been taken to you? | উত্তর: খ |
- Only Mina can do this’- Which is the correct negative form of this sentence?
| ক. Only Mina cannot do this? | খ. Mina Cannot do this. | গ. None but Mina can do this | ঘ. None but Mina cannot do this. | উত্তর: গ |
- If he ….., she will not go.
| ক. Comes | খ. Will come | গ. May come | ঘ. Is coming | উত্তর: ক |
- A lot of news in those paper …… unreliable.
| ক. Are | খ. Is | গ. Being | ঘ. Were | উত্তর: খ |
- The dog ran …… the road.
| ক. Of | খ. Along | গ. In | ঘ. By | উত্তর: খ |
- Leave no stone unturned’ means?
| ক. Impossible | খ. With all effort | গ. Heavy stone | ঘ. Try every possible means | উত্তর: ঘ |
- Which is the correct spelling?
| ক. Boquet | খ. Bouquet | গ. Bouquette | ঘ. Bouquete | উত্তর: খ |
- বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?
| ক. ৯০ টাকা | খ. ১৮০ টাকা | গ. ২৪০ টাকা | ঘ. ৩০০ টাকা | উত্তর: খ |
- ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
| ক. ১৭১ | খ. ৭১ | গ. ২০ | ঘ. ২ | উত্তর: গ |
- একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩গুণ । প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে ১১০২.৫০ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
| ক ২০ ও ৮ | খ. ২২ ও ৬ | গ. ২১ ও ৮ | ঘ. ২১ ও ৭ | উত্তর: ঘ |
- একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
| ক. ৪০০ | খ. ৪১০ | গ. ৪২০ | ঘ. ৪৩০ | উত্তর: গ |
- x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে, x: y =?
| ক. ২:১ | খ. ৩:১ | গ. ১:২ | ঘ. ৪:১ | উত্তর: ক |
- কোন কুয়ার গভীরতা ১০ মিটার এবং ব্যাসার্ধ ২ মিটার হলে কুয়ার আয়তন কত?
| ক. ১০ | খ. ২০ | গ. ৪০ | ঘ. ৬০ | উত্তর: গ |
- লালকেল্লা নির্মাণ করেন কে?
| ক. শায়েস্তা খান | খ. শাহজানা মোহাম্মদ আজম শাহ | গ. সম্রাট শাহজাহান | ঘ. সম্রাট আওরঙ্গজেব | উত্তর: গ |
- ২০২৩ সালে ২৩তম ফিফা অনূর্ধ ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
| ক. ব্রাজিল | খ. আর্জেন্টিনা | গ. ইতালি | ঘ. উরুগুয়ে | উত্তর: ঘ |
- নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
| ক. টিটেনাস | খ. টাইফয়েড় | গ. হাম | ঘ. চিকেন পক্স | উত্তর: খ |
- আনন্দ বিহার কোথায় অবস্থিত?
| ক. সোনারগাও | খ. ময়নামতি | গ. পাহাড়পুর | ঘ. মহাস্থানগড় | উত্তর: খ |
- ব্রক্ষপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
| ক. লালমনিরহাট | খ. নীলফামারি | গ. গাইবান্ধা | ঘ. কুড়িগ্রাম | উত্তর: ঘ |
- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
| ক. শূন্যতা | খ. লোহা | গ. পানি | ঘ. বাতাস | উত্তর: খ |
- OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
| ক. ভিয়েনা, অস্ট্রিয়া | খ. রিয়াদ, সৌদি আরব | গ. বাগদাদ, ইরাক | ঘ. তেহরান, ইরান | উত্তর: ক |