গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ MOHPW Teletalk job circular

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত Ministry of Housing and Public Works

Application Start: 20/08/2025, 10:00 AM
Application Deadline: 20/09/2025, 05:00 PM

পদসমূহ:

পদের নাম:  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা:

গ্রেড: ১৩

বেতন স্কেল  ১১০০০-২৬৫৯০০/-

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

ক. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস

খ. সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের  এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ২৫ ও  ইংরেজিত ৩০ শব্দ সম্পন্ন হতে হবে।

পদের নাম:  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা:  ৪

গ্রেড: ১৬

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

ক. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

খ. কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ রাইটিং এর গতি সহ

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি  https://mohpw.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০/০৮/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা

Online এ আবেদনপত্র জমাদানের শেস তারিখ ও সময় ২০/০৯/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্ণীগণ Online  এ আবেদনপত্র  ‍ূsubmit  এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ x  প্রস্থ pixel)  ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x ৩০০ pixel)  নির্ধারিত স্থানে upload করবেন।

গ. Online  এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাযক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit  করার পূর্বেই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করবেন।

Click here to Apply Online

Application Start: 20/08/2025, 10:00 AM
Application Deadline: 20/09/2025, 05:00 PM

SMS প্রেরণর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান

Online  এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন Submit করা প্রার্থী একটি User ID,  ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy তে যদি কোন ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা / ঘোলা) বা ছবি/স্বাক্ষর না থাকে তাহলে পুনরায় আবেদন করতে হবে। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য না। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অব্যশই Applicant’s Copy তে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি , নির্ভুল তথ্য ও স্বাকর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy  ডাউনলোড পূল্বক রঙ্গিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant’s  কপিতে একটি User ID  নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন  Tele talk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে অনধিক ৭২ ঘন্টার  মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন।   ১ – ২ ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- ( বারো ) টাকা সহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা জমা দিতে হবে ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য ) ৬/- টাকা সহ সর্বমোট ৫৬/- ( ছাপান্ন) টাকা জমা দিতে হবে। ।  তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেতে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূর্ণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পযন্ত online  এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS:  MOHPW <space>User ID লিখে Send  করতে হবে 16222 নম্বরে।

Example:  MOHPW ABCDEF

Reply: Applicant’s name Tk: XXX will be charged as application fee.

Your PIN is XXXXXXXX To pay fee Type :  MOHPW <space> Yes < and send to 16222.

দ্বিতীয় SMS: BPI <space> Yes < space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Reply: Congratulation Applicant’s Name, Payment completed   success for  MOHPW Application for xxxxxxxxxxxx User ID is (xxxxxxxxxx) and password (xxxxxxxxx)

MOHPW job circular download pdf

সরকারি চাকুরি বিজ্ঞপ্তি

Scroll to Top