সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার চাকরি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ CS coxsbazar job final result 2026

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার

সিভিল সার্জনের কার্যালয়

কক্সবাজার

www.cs.coxsbazar.gov.bd

স্মারক নং- সিএস/কক্স/১১-২০ গ্রেড নিয়োগ/২০২৫-৭৫ তারিখ:৭ জানুয়ারী ২০২৬

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার এর সরাসরি নিয়োগযোগ্য ১১-২০ গ্রেডের ০৭ (সাত) ক্যাটাগরির শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ২৬/১২/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ধারাবাহিকতায় অনুষ্ঠিত পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ীচালক পদে ২৮/১২/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক এবং ০৩/০১/২০২৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ষ্টোর কীপার, কোল্ড চেইন টেকনিশিয়ান, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের চূড়ান্ত ফলাফল নিচে উল্লেখ করা হল:

১। পদের নাম: পরিসংখ্যানবিদ

24611100022, 24611100064, 24611100158, 24611100172, 24611100264 = মোট উত্তীর্ণ ০৫ (পাঁচ) জন

২। পদের নাম: স্টোর কিপার

24611200409, 24611200433, 24611200587, 24611200595,24611200917,24611201056,

24611201168 মোট উত্তীর্ণ ০৭ (সাত) জন

৩। পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

24611300005 = মোট উত্তীর্ণ ০১ (এক) জন

৪। পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান

24611400032,24611400063 = মোট উত্তীর্ণ ০২ (দুই) জন

৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

24611500004, 24611500034 = মোট উত্তীর্ণ ০২ (দুই) জন

৬। পদের নাম: ড্রাইভার

24611700083,24611700085, 24611700159, 24611700164 = মোট উত্তীর্ণ ০৪ (চার) জন

। শীঘ্রই নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে।

২। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেস্ট করা হবে। ডোপটেস্টে কাউকে মাদকাসক্ত অথবা কোন শারীরিক বা মানসিক সমস্যা পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে।

৩। সুপারিশকৃত কোন প্রার্থীর ক্ষেত্রে পরবর্তীতে যে কোন সময় নির্ধারিত যোগ্যতায় অপূর্ণতা/ অসত্য। ভুল তথ্য প্রদান, যাচিত কাগজপত্র/প্রত্যয়ন/ সনদে জালিয়াতি অথবা স্থায়ী ঠিকানা (ইউনিয়ন/ পুরাতন ওয়ার্ড ইত্যাদি) তথ্যসহ যে কোন তথ্যে ভুল। অসঙ্গতি/ গরমিল পরিলক্ষিত হলে কিংবা কোনরূপ অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। প্রকাশিত ফলাফলে কোন ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

ডা. মোহাম্মদুল হক

সিভিল সার্জন, কক্সবাজার

সদস্য সচিব,

১১-২০ গ্রেড জনবল নিয়োগ কমিটি,

সিভিল সার্জনের কার্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *