লাউয়ের মাছি পোকা

লাউয়ের মাছি পোকা Bactrocera cucurbitae (Diptera: Tephritidae)

ক্ষতির প্রকৃতি

১. পোকা সাধারণত কচি ফলে আক্রমণ বেশি করে।

২. কোনো কোনো সময় স্ত্রী মাছি ফুলের দলমন্ডল ও কান্ডেও ডিম পাড়ে।

৩. ডিম পাড়ার পর ফলের গায়ে আক্রমণ চিহ্ন দেখা যায়।

৪. ডিম হতে কীড়া বের হয়ে ফলের শাঁস খেয়ে বড় হতে থাকে।

৫.আক্রান্ত ফল পচে যায় এবং অকালে ঝরে পড়ে।

৫. বেঁচে থাকা আক্রান্ত ফলগুলো বিকৃত হয় এবং ঠিকমত বাড়তে পারে না। প্রায় সারা বছরেই মাছি পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তবে বর্ষাকালে সর্বাধিক আক্রমণ লক্ষ্য করা যায়।

GAP অনুসারে দমন ব্যবস্থাপনা (Control measure)

১. পরিস্কার পরিচ্ছনড়ব চাষাবাদ: মাছি পোকার কীড়া আক্রান্ত ফলসমূহ সংগ্রহ করে মাটির ১ ফুট নীচে পুতে ফেলতে হবে। প্রতি সপ্তাহে কাজটি নিয়মিত করতে হবে।

২. সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার:  লাউ ফসলের জমিতে গাছে ফুল আসার পূর্বে সেক্স ফেরোমন ফাঁদ ১২ মি. দূরে দূরে স্থাপন করতে হবে। ৪-৫ দিন পর পর ফাঁদের সাবান পানি পরিবর্তন করে দিতে হবে।

৩. হলুদ আঠালো ফাঁদের ব্যবহার:  সেক্স ফেরোমন ইমপ্রেগনেটেড হলুদ আঠালো ফাঁদ ২৫ মিটার দূরে দূরে ঝুলিয়ে দিতে হবে। 

৪. পুরুষ মাছি পোকা আকর্ষণ করার জন্য কিউলিউর ফেরোমন ও জৈব বালাইনাশক মিশ্রিত জেল বা পেষ্ট বাগানের সীমানা লাইনে অবস্থিত গাছের লতানো কান্ডে বা মাচার বাঁশে (মাটি হতে ২-৩ ফুট উপরে) ১০-১২ মিটার দূরে দূরে অল্প পরিমাণ লাগিয়ে দিতে হবে। এই ভাবে সারা বাগানের সীমানা লাইনে কিউলিউর ফেরোমন ও জৈব বালাইনাশক মিশ্রিত জেল লাগিয়ে দেওয়ার ফলে অন্য বাগানেরও পুরুষ মাছি পোকাসমূহ সীমানা লাইনের গাছে পেষ্টের মধ্যে আকৃষ্ট হয়ে মারা যাবে।

৫. স্ত্রী মাছি পোকাকে আকৃষ্ট করে মেরে ফেলার জন্য বাগানের ভিতরের গাছ গুলিতে ১০-১২ মিটার দূরে দূরে জৈব বালাইনাশক মিশ্রিত পোকার খাবারসহ একটি ফাঁদ গাছের লতায় বা মাচার বাঁশে ঝুলিয়ে দিতে হবে। এর ফলে বাগানের ভিতরে থাকা সকল স্ত্রী পোকা খাবারের লোভে আকৃষ্ট হয়ে ফাঁদের কাছে ছুটে যাবে এবং মারা যাবে।

সংগ্রহ: বাংলাদেশ GAP প্রোটকল: লাউ

GAP ইউনিট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা-১২১৫।

Scroll to Top