মরিচ গাছ ঝোপালো করার সহজ কৌশল

মরিচ গাছের ডালপালা বা শাখা প্রশাখা যত বেশি হবে, মরিচের ফলন তত বেশি হবে। গাছও দেখতে সুন্দর লাগবে। মরিচ পাকলে ফুলের মতো দেখাবে। মরিচের মূল গাছের আগা বা মাথা কেটে দিলে, গাছের পাশ দিয়ে শাখা প্রশাখা বের হয়ে ঝোপালো হবে।

কখন ডাল কাটবেন:

১. মরিচের চারা রোপনের পর ৬-৮ ইঞ্চি লম্বা হলে আগা বা মাথা কেটে নিতে হবে। এতে গাছের পাশ দিয়ে প্রচুর ডাল বের হবে। কোন কারণে গাছ লম্বা হয়ে গেলে , শাখা প্রশাখা না থাকলে ১০-১২ ইঞ্চি পরিমাণ রেখে মাথা কেটে দিতে হবে।

২. মরিচের ফলন দেয়ার পর পাতাগুলো হলুদ হলে, গাছ কিছুটা দুর্বল মনে হলে, ডাল কেটে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে, গাছের পাশ দিয়ে শাখা বের হচ্ছে কিনা।

৩. অতিরিক্ত পানির কারণে গাছ নেতিয়ে পড়লে ডালপালা কেটে দিয়ে ছায়ায় রাখতে হবে। পানি দেয়া বন্ধ  রাখতে হবে। মাটি শুকাতে হবে। গাছে পানি স্প্রে করতে হবে। এক সময় শাখা বের হবে।

ডাল কাটার পর করণীয়

১. মূল গাছের চারপাশ দিয়ে প্রচুর শাখা বের হবে। তখন গোড়ার দিকে সকল শাখা কেটে ফেলতে হবে।

কিছুটা উপর থেকে সবল শাখাগুলো রেখে বাকী শাখা কেটে ফেলতে হবে।

২. পানি দেয়া কমিয়ে দিতে হবে। মাটি না শুকালে পানি দেয়া যাবে না।

তথ্য সূত্র:

ড. মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, সিনিয়র সহকারী পরিচালক, নাটা,গাজীপুর।

সংগ্রহ: কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী (লিফলেট)

উত্তম কৃষি চর্চা কি?

বোরো ধানের শুকনা বীজতলা তৈরি পদ্ধতি

ব্রি ধান১০০ পরিচিতি


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top